
শরীয়তপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ২ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে পারভীন হক সিকদার এমপি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার করোনা পরিস্থিতি বিষয়সহ অন্যান্য বিষয়ে কুশল বিনিময় শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পারভীন হক সিকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার মহামারীর প্রাদুর্ভাবের শুরু থেকেই গত ২২ মার্চ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রেসহ অসহায়দের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী বিতরণ করি। আজ আমি ৭ হাজার অসহায় মানুষের মাঝে নগদ ১ হাজার করে টাকা ও দুই হাজার মানুষের মাঝে চাল, তেল, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী ও দুই হাজার মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। এ বিতরণের ধারা সবসময় অব্যাহত থাকবে।
এ সময় পারভীন হক সিকদার এমপি ৭ হাজার অসহায় মানুষের মাঝে নগদ ১ হাজার করে টাকা বিতরণের জন্য জেলা প্রশাসকের মানবিক ফান্ডের মাধ্যমে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন ও নিজ হাতেও বিতরণ করেন। এছাড়া তিনি দুই হাজার মানুষের মাঝে চাল, তেল, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী ও দুই হাজার মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। উদ্বোধন শেষে তার কর্মীদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেয়ার ঘোষনা দেন তিনি।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব শিকদার, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |