শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং
নাহিম রাজ্জাক এমপি ১ নম্বর সদস্য

ডামুড্যা উপজেলা ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ কমিটি গঠন

ডামুড্যা উপজেলা ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ কমিটি গঠন

নাহিম রাজ্জাক এমপি’কে ১নম্বর সম্মানিত সদস্য করে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ডামুড্যা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ০৫ সেপ্টেম্বর ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস্ ছালাম ও সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈয়াল ২১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিকে প্রতিটি ইউনিয়নে এই কমিটি গঠনেরও জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ডামুড্যা উপজেলা শাখার অনুমোদিত কমিটিতে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাককে ১নম্বর সদস্য করে সভাপতি মনোনীত হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: নুরুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: মিলাদ হোসেন।

এছাড়া ‘‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” ডামুড্যা উপজেলা কমিটিতে সহ-সভাপতি মিজানুর রহমান বিপ্লব, আবু রায়হান সিদ্দিক (মুকুল), যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিরব, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠণিক সম্পাদক রিয়াজুল ইসলাম (অমিত), অর্থ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান বেপারী, দপ্তর সম্পাদক সজীব চৌকিদার, প্রচার, তথ্য ও গবেষণা সম্পাদক মো: শাহাদাত, সমবায়, প্রকল্প ও সমাজকল্যাণ সম্পাদক মো: রাকিব বেপারী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোহাম্মদ মোখলেছুর বাবুল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন লিটন মাদবর, আইন ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক মো: হৃদয়, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মো: শাওন ঢালী, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সম্মানিত সদস্য হিসেবে নাহিম রাজ্জাক, মো: আবেদীন রিপন, মো: ইমরান, মো: বাতেন খান ও মো: দুলাল খানকে নির্বাচিত করা হয়েছে।


error: Content is protected !!