
পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থক। তারা নির্বাচনে দাঁড়ায় নেতা-কর্মী ও মানুষের কাছ থেকে চাঁদা নেয়ার জন্য। টাকার বিনিময়ে নমিনেশন দিয়ে বানিজ্য করাই তাদের স্বভাব। ভোটের দিন তারা ভোট বয়কট করে। তাই খালেদা ও তারেক জিয়ারা নির্বাচনে না পেরে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে হাত মিলিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বলতে চাই খালেদা-তারেকরা যত ষড়যন্ত্র করুকনা কেন, বাংলার ১৬ কোটি মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে আছেন এবং আগামীতেও শেখ হাসিনার সাথে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে সু-সংগঠিত রেখে দেশ ও জাতির উন্নয়নে সহযোগিতা করবেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় অবস্থিত হাজী শরীয়তউল্লাহ কলেজ মিলনাতয়নে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ যৌথ বর্থিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আজ সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নে খুশি। আর বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়। এতিমের টাকা লুটপাট করে খায়। আর বিরোধী দলে থাকলে আগুন সন্ত্রাস করে পুড়িয়ে মানুষ হত্যা করে। তাই দেশের মানুষ বেগম জিয়া ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বলেই করোনা পরিস্থিতিতে দেশের কোন মানুষ না খেয়ে থাকতে হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হতো না। জাতির জনকের হত্যার বিচার হতো না।
এসময় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন মুন্নু সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন পাইক, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরদারসহ সখিপুর থানা আওয়ামীলীগ ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতারা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |