Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে নীলা হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবী

শরীয়তপুরে নীলা হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবী
শরীয়তপুরে নীলা হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবী

ঢাকার সাভারে হিন্দু স্কুলছাত্রী নীলা রায় (১৫)কে নৃশংসভাবে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড়ে মহাজোটের নেতাকর্মীরা ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সুশীল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ন-সাধারণ সম্পাদক ডা: হেমন্ত দাস, জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাড. রাধা রাণী বিশ্বাস, মাষ্টার মন্মথ কুমার দাস, জেলা সদস্য নিরু দাস, বাংলাদেশ জাতয়ি হিন্দু মহাজোট জেলা শাখার সদস্য ও নড়িয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি জয়ন্ত দাস, পঞ্চ দাস, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক আকুল মন্ডল, জীবন মন্ডল, নড়িয়া উপজেলা শাখার সভাপতি রতন কুমার দে, সাধারণ সম্পাদক সুদীপ্ত সরকার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দত্ত, চন্দন দাস, ডামুড্যা উপজেলা হিন্দু নেতা গৌতম চন্দ্র দাস, রতন চন্দ্র পোদ্দার, ভেদরগঞ্জ উপজেলার কৃষ্ণ কান্ত কর, সত্য রঞ্জন বিশ্বাস, সমীর মন্ডল, বিনোদপুর ইউনিয়ন হিন্দু নেতা গোবিন্দ মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি জয়রাম বনিক, সাধারণ সম্পাদক সুমন দাস, নড়িয়া উপজেলা হিন্দু যুব নেতা অপূর্ব দাস, অন্তর দাস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে এমন কোন দিনও যাচ্ছে না যেদিন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোন না কোন ফৌজদারী অপরাধ সংগঠিত হচ্ছে না। সারাদেশে কোথাও না কোথাও মন্দিরের আরাধ্য দেবতার প্রতিমা ভাংচুর মন্দিরে চুরি, জমি দখল, দেশ ত্যাগে বাদ্য করতে হামলা, জমি বাড়িঘর জোর পূর্বক দখল, লুটতরাজ, হামলা ও গ্রেফতার চলছে। সেই সাথে আশংকাজনক হারে বাড়ছে হিন্দু কিশোরী অপহরণ, ধর্ষণ ও খুন। সাভারের নীলা রায় খুনের ঘটনা তেমনি একটি ঘটনা। আমরা নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি করছি।
এছাড়া একই সাথে সনাতন হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ৩ দিন ছুটির দাবি জানাচ্ছি।