
শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের কোন রিপোর্ট না আসায় নতুন করে কারো করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৭৩ জন। নতুন করে ০৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার ২৭ অক্টোবর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন সুস্থ হওয়া ০৮ জনের মধ্যে সদর উপজেলার ০৫ জন ও ডামুড্যা উপজেলার ০৩ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের কোন রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মোট ৮ হাজার ৫১৪ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৭০৬ জন, জাজিরায় ২০২ জন, নড়িয়ায় ২২৫ জন, ভেদরগঞ্জে ২৩৩ জন, ডামুড্যায় ১৮৭ জন ও গোসাইরহাটে ২২০ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৭৭৩ জন।
২৭ অক্টোবর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৬৮৭ জন, জাজিরায় ১৯৫ জন, নড়িয়ায় ২১৪ জন, ভেদরগঞ্জে ২২৪ জন, ডামুড্যায় ১৮২ জন ও গোসাইরহাটে ২১৮ জন। মোট সুস্থ ১৭২০ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ৩০ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।