
“শৃংখলা-নিরাপত্তা-প্রগতি” এ শ্লোগান ও “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুর জেলার বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১২ নভেম্বর বেলা ১১ টার দিকে শরীয়তপুর পুলিশ লাইন্সে ৪০ জন বেদে সম্প্রদায়ের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
এ সময় শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এ উপহারসামগ্রী বিতরণের সময় ডিআইজি হাবিবুর রহমান বেদে সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে বিভিন্ন কুশল বিনিময় করেন। যাতে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য বিষয়ের বাস্তবায়ন হতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |