সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেমিনার

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেমিনার

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর সকালে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।

সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারী দপ্তরের বিভাগীয় প্রধানগণ, কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সেমিনারে বক্তাগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিকতর প্রচার ও প্রয়োগের ব্যাপারে গূরুত্বারোপ করেন।


error: Content is protected !!