Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের সখিপুরে মসজিদে ৫০ হাজার টাকা দান করলেন ভিক্ষুক চিরকুমার নান্নু মিয়া

ভেদরগঞ্জের সখিপুরে মসজিদে ৫০ হাজার টাকা দান করলেন ভিক্ষুক চিরকুমার নান্নু মিয়া
ভেদরগঞ্জের সখিপুরে মসজিদে ৫০ হাজার টাকা দান করলেন ভিক্ষুক চিরকুমার নান্নু মিয়া

ভিক্ষা করে জীবন যাপন করেন সখিপুর নৈমদ্দিন সরদার কান্দির চেয়ারম্যান খ্যাত চিরকুমার নান্নু মিয়া হাওলাদার। তার সারা জীবনের ভিক্ষার সঞ্চয়ের ৫০ হাজার টাকা স্থানীয় মামুন সরকার জামে মসজিদের সভাপতি ও উপস্থিত মুসুল্লিদের সামনে মসজিদ নির্মাণে দান করেন নান্নু মিয়া হাওলাদার।

এ বিষয়ে সমাজপতি মুসু সরকার জানান, ক্যাশিয়ার মিনু বকাউলের নিকট নান্নু মিয়া হাওলাদার-এর দানের ৫০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। আল্লাহ তাহার এই দানকে যেন কবুল করেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়। এছাড়া সকল সংবাদকর্মীর প্রতি অনুরোধ জানানো হয় যে, নান্নু মিয়া হাওলাদারের এ দানের খবরটা প্রত্যেকটি পত্রিকায় যেন প্রচার করা হয়, যাতে করে সমাজের সকল স্তরের মানুষ এটা দেখে অনুপ্রাণিত হয়।