
১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২১ উপলক্ষে শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক মোজাফফর হোসেন জমাদ্দার, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণসহ নেতা ও কর্মীবৃন্দ সহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী স্বদেশে প্রত্যাবর্তন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। আমাদের সকলের উচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে আমাদের রাজনীতি করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক নেতা ছিলেন যিনি বাঙালি জাতির অধিকার রক্ষায় ছাত্রজীবন থেকে আন্দোলন করে এসেছেন। যে নেতার জন্ম না হলে আমারা লাল সবুজের পতাকা পেতাম না। তার জীবনে তিনি কখনো অপশক্তির কাছে মাথা নত করেন নি। আজ ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০শে জানুয়ারী স্বদেশে প্রত্যাবর্তন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। আজকের এই মহান দিনে ইকবাল হোসেন অপু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। পরে তিনি আসন্ন শরীয়তপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |