Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট’কে সুমনা গ্রুপের শুভেচ্ছা

সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট’কে সুমনা গ্রুপের শুভেচ্ছা
সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট’কে সুমনা গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)-এর চতুর্থ কাউন্সিলে দৈনিক সমকাল প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আলহাজ¦ শহীদুল ইসলাম পাইলটকে তৃতীয়বারের মতো ‘বিএমএসএফ’ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় ‘সুমনা গ্রূপ’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়া হয়।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে দৈনিক রুদ্রবার্তা পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়া হয়।

এ সময় ‘সুমন গ্রূপ’-এর সুমনা হাউজিং প্রকল্পের ম্যানেজার মো: এমদাদুল হক, সুমনা হাউজিং প্রকল্পের এক্সিকিউটিভ অফিসার ও দৈনিক রুদ্রবার্তার যুগ্মবার্তা সম্পাদক আনিছুর রহমান ও গোসাইরহাট সফুরা মহিলা কলেজের প্রভাষক ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত চতুর্থ কাউন্সিলে দৈনিক সমকাল শরীয়তপুর প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রশাসক শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং দৈনিক আধুনিক বাংলার আহমেদ আবু জাফরকে পূনরায় সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় শহীদুল ইসলাম পাইলট সুমনা হাউজিং প্রকল্পের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।