
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর রামভদ্রপুরে মরহুম আবুল কাশেম সরদার স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারী) রাত ৮টায় উত্তর রামভদ্রপুর খিরাইতলা হাওলাদারবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় স্বাধীন বাংলা ক্রিকেট একাদশকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিটল ফিঙ্গার স্পোটিং ক্লাব। শত শত ক্রিকেটপ্রেমী দর্শক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উত্তর রামভদ্রপুর খিরাইতলা যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টের সার্বিক পৃষ্টপোষকতা করেন স্থানীয় আমেরিকান প্রবাসী মো. বাবুল সরদার এবং তার ভাইয়েরা।
রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিপ্লব শিকদারের সভাপতিত্বে ফাইনাল ফেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সরদার ও সাধারণ সম্পাদক ইয়াসিন মৃধা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য সেকান্দার আলী সরদার। আমন্ত্রণে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম এবং উপদেষ্টা কমিটির আহবায়ক ও রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল হাওলাদার।
খেলায় ‘এ’ ও ‘বি’ গ্রুপে ৬টি করে মোট ১২ টি দল অংশ নেয়। এ-গ্রুপে ছিল তরুন তুর্কি, লিটল ফিঙ্গার স্পোটিং ক্লাব, ভয়েজ পাওয়ার, স্বাধীন বাংলা ক্রিকেট একাদশ, পিচ ইলেভেন ও ভাটিতা কিংস জুনিয়র। বি-গ্রুপে ছিল স্বাধীনতা স্পোটিং ক্লাব, কার্তিকপুর একাদশ, দিনারা স্টার, বিগ ফাইটার একাদশ, তরুণ একাদশ ও দুরন্ত টাইগার। গত ১ জানুয়ারী খেলা উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ছিলেন রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন রোমান, মো. সাব্বির বেপারী, মো. শফিক বেপারী, মো. শহিদুল ইসলাম শাওন, মো. সাগর হাওলাদার, মো. কাউসার, মো. মানিক মুন্সী, মো. রনি সরদার, নিরব হাওলাদার, মো. রাশেদ মুন্সী ও মো. নাহিদ সরদার।
এছাড়া উপদেষ্টা কমিটিতে ছিলেন শিরাজ হাওলাদার, জান শরিফ সরদার, আলী আকবর সরদার, সেকান্দার আলী সরদার, নূর ইসলাম হাওলাদার, কামাল পারভেজ (এনামুল), মিজান হাওলাদার, আসলাম হাওলাদার, আজিজুল হক নান্টু, আব্দুল হক সরদার, জামাল মৃধা ও সালাউদ্দীন বেপারী।
স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শক আনন্দ উল্লাস করে খেলা উপভোগ করেন। এ ধরনের খেলা আয়োজন করায় তারা আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।