
দিদার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২’শ কেজি জাটকা জব্দ করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে শরীয়তপুর সদর ও ভেদেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ জাটকা জব্দ করা হয়। এ সময় বাসের সুপারভাইজার ইলিয়াস তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে ভেদরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আল-নাসিফ দুস্থ, মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করেন।
তানভীর আল নাসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনের সড়কে দিদার এন্টারপ্রাইজ নামের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে স্থানীয় দুস্থ, মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়।
অবৈধ ভাবে মাছ ধরা ও জাটকা নিধন রোধে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |