
শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।
শরীয়তপুর সদর উপজেলার অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন দুস্থ ও প্রতিবন্ধী শীতার্ত লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ কালে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, সরকারি ভাবে আজ উপজেলার ১০০ দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এরপর জেলা প্রশাসক সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহব্বান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |