Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে নবনির্বাচিত পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জনকে নাগরিক সংবর্ধনা প্রদান

শরীয়তপুরে নবনির্বাচিত পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জনকে নাগরিক সংবর্ধনা প্রদান
শরীয়তপুরে নবনির্বাচিত পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জনকে নাগরিক সংবর্ধনা প্রদান

শরীয়তপুরে নব নির্বাচিত পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা রাতে পূর্ব কাশাভোগ পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডের সর্বসাধারণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, ৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর বাচ্চু বেপারী ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেনকে ফুল, টাকার মালা ও ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র এ্যাড. পারভেজ রহমান জন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শরীয়তপুর পৌরসভার নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে ব্যাপক ভোটে বিজয়ী করার জন্য জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী শুভেচ্ছা। এ বিজয় আমার নয়, পৌরবাসীর। স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়। সুস্থ ধারার রাজনীতির বিজয়। তিনি আরো বলেন, আসুন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দুর্নীতিমুক্ত একটি সুন্দর পৌরসভা গঠন করে শত ভাগ নাগরিক সেবা প্রদান করি এই হোক আমাদের অঙ্গীকার।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুমন পোদ্দার, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার, ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সোহরাব সিকদার, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, পৌরসভা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল খান, জেলা যুবলীগ নেতা মতিউর রহমান মামুন, মোহাম্মদ জামাল মল্লিক, নিরু হাওলাদার, রিয়াদ মাল, বোরহান মুন্সী, ফরিদ ঢালী, কবীর বেপারী, সমির দাস, শহর আলী ফকির, সারোয়ার তালুকদার, মুজিবর সরদার, মামুন মোল্লা, মোঃ জলিল সরদার, রগুনাথ পোদ্দার, আজাদ রহমান, মোতালেব শেখ, আনোয়ার তালুকদার, আমির বেপারী, জাহিদ হাসান বাপ্পি, রনি সরদার প্রমুখ।