Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ পৌরসভায় আজ ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ পৌরসভায় আজ ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

তৃতীয় ধাপে আজ অনুষ্ঠিত হবে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ তিন পৌরসভার সকল কেন্দ্রে নির্বাচনের উপকরণ বিতরণ পাঠামো হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত উপকরণ বিতরণের কাজ সম্পন্ন করা হয়। রাত পোহালেই ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে ৩টি পৌরসভার সকল কেন্দ্রে নির্বাচনী উপকরণ প্রিজাইডিং অফিসারদের হাতে বিতরণ করা হয়েছে। প্রতিটি পৌরসভার স্ব স্ব উপজেলা নির্বাচন অফিসার এ উপকরণ বিতরণ করেন। প্রতিটি পৌরসভায় ৯টি করে ওয়ার্ড এবং ১৮টি কেন্দ্র রয়েছে। নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এছাড়াও র্যাব ও বিজিবি টহল দেওয়া শুরু করেছে এবং স্ট্রাইকিং ফোর্স রিজার্ব রাখা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন জুডিসিয়াল ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

শরীয়তপুরের অনুষ্ঠিত হতে যাওয়া ৩টি পৌরসভার মধ্যে জাজিরা পৌরসভার ৪ জন মেয়র প্রার্থীসহ মোট ৫৫ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ১৭২৫৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৭৫৯ জন এবং নারী ভোটার ৮৪৯৯ জন। নড়িয়া পৌরসভার ৩জন মেয়র প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ১৯৮৬৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৮৬৬ জন এবং নারী ভোটার ১০০০৩ জন। ভেদরগঞ্জ পৌরসভায় ৩জন মেয়র প্রার্থীসহ ৩৮ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ৮০৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪০৫৫ জন এবং নারী ভোটার ৪০৪৪জন।

উল্লেখ্য, শরীয়তপুরের ৬টি পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আজ হবে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পৌরসভার নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ডামুড্যা পৌরসভার নির্বাচন। মামলা জটিলতার জন্য দীর্ঘদিন ধরে আটকে আছে গোসাইরহাট পৌরসভার নির্বাচন।