
প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপন কর্মসূচি ও শরীয়তপুর, মাদারীপুর জেলার যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত শরীয়তপুর শহীদ মিনারে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচি উদ্বোধন করেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মাসুদুর রহমান। পরে কেন্দ্রীয় চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলাল বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন।
২য় পর্বে বিকেল ৪ টার দিকে চিকন্দী ফুড পার্কে শরীয়তপুর, মাদারীপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এড. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.ডি.এস এর প্রতিষ্ঠাতা মজিবর রহমান।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাতেমা ক্লিনিক এর জেনারেল ম্যানেজার নাহিদ ফয়সাল, এস.ডি.ও. এর নির্বাহী পরিচালক মাহাবুবর রহমান, ঢাকা বিভাগীয় সভাপতি শাহনাজ পারভীন, ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক ইমরান শাহিন, মাদারীপুর জেলার সভাপতি রকিবুল ইসলাম বকুল ও বিভিন্ন ক্লিনিক মালিক, ঔষধ মালিক সমিতির সভাপতি, বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এর সদস্য ও প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর-এর সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, স্বেচ্ছাসেবী হিসাবে সবাই কাজ করতে পারে না তিনি এ প্রতিষ্ঠান এর সকলের মঙ্গল কামনা করেন।
কেন্দ্রীয় চেয়ারম্যান বলেন, আমরা শুধু সেচ্ছায় রক্তই দেব না রক্ত দাতা তৈরী করব। চেয়ারম্যান পরে শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর জেলার সদস্যদের মাঝে প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ-এর পরিচয়পত্র প্রদান করেন।
সভা সংগঠনের শপথ ও থিম ছং দিয়ে সভার শুভ সুচনা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |