
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন বাঘিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আল আমিন (২০)কে বিদেশী মদসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২(বোতল) লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃত আল আমিন শরীয়তপুর জেলাধীন জাজিরা থানার মিরালী মাদবরকান্দি গ্রামের জয়নাল মাদবরের ছেলে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপর জেলার পালং থানার বিভিন্ন এলাকায় বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত বিদেশী মদসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।