
নানা আয়োজনের মধ্যদিয়ে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ডামুড্যাবাসীর পক্ষ থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে ডামুড্যা উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা মৎস অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ডামুড্যা থানা, উপজেলা প্রেসক্লাব, সরকারী পূর্ব মাধারীপুর কলেজ, আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযুদ্ধো সন্তান কমান্ডার, উপজেলা রিপোর্টাস ইউনিটি, সম্মিলিত সাংবাদিক সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা, বিশেষ দোয় ও প্রার্থনা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |