Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সাদিয়া ঐশিকে জেলা প্রশাসকের অভিনন্দন

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সাদিয়া ঐশিকে জেলা প্রশাসকের অভিনন্দন
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সাদিয়া ঐশিকে জেলা প্রশাসকের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় শরীয়তপুর সদর উপজেলার মেধাবী মুখ সাদিয়া ঐশি সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

বৃহস্পতিবার (০৩ জুন) জেলা প্রশাসক তাঁর অফিস কক্ষে সাদিয়া ঐশি কে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত “আমিই বাংলাদেশ” শীর্ষক কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাদিয়া ঐশিকে জেলা প্রশাসক অনুপ্রেরণামূলক উপহার প্রদান করেন। ভবিষ্যতে মেডিকেলে পড়ালেখা সংক্রান্ত যে কোন সহযোগিতায় শরীয়তপুর জেলা প্রশাসন এগিয়ে আসবে বলেও জেলা প্রশাসক তাকে আশ্বস্ত করেন। এ ছাড়া সাদিয়া ঐশিও ভবিষ্যতে দেশ সেবায় এগিয়ে আসবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

এটি একটি “শাণিত শরীয়তপুর” উদ্যোগ।