
হঠাৎ প্রবল বৃষ্টিপাত এবং ক্ষণে ক্ষণে বজ্রপাতের ঘটনায় শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার (৫ জুন) দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে শরীয়তপুর জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের জয়সাগর এলাকার মৃত ফেলু খলিফার ছেলে তাজুল ইসলাম খলিফা (৬২) নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে পালেরচর ইউনিয়নের ডাক্তার মফিজুল রাঢ়ীকান্দি এলাকার হুজুর পেয়াদার ছেলে মালেক পেয়াদা (৪০) বজ্রপাতে নিহত হয়। সে বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ জুন বেলা অনুমান দেড়টায় একজন ও অপরজন ৩ টার দিকে বজ্রপাতের ঘটনায় ইন্তেকাল করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |