
সরকারের সকল পরিকল্পনা ও সেবা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর -৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ৫ টার সময় উপজেলার শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সভাকক্ষে এ মতবিনিময় সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, শরীয়তপুর জেলা পরিষদ (সদস্য) হারুন অর রশিদ রাড়ী, শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম,উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তারা,কর্মচারীরা এখানে উপস্থিত ছিলেন।
সভায় নাহিম রাজ্জাক এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর উন্নয়নের রোল মডেল হিসাবে।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |