
মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে দেশের প্রায় ৯ লাখ ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাকা ঘর নির্মান করা হচ্ছে । আশ্রয়ন প্রকল্প-২, গুচ্ছগ্রাম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর সমন্বয়ে জেলা এবং উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধি এবং সুধিজনের সমন্বয়ে গঠিত টাক্সফোর্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নের লক্ষে ইতোমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে । প্রথম পর্যায়ে সারাদেশে ভূমিহীন, গৃহহীন বিধবা, অসহায়, বয়স্ক, দুস্থ, এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ৬৬ হাজার পরিবারের জন্য গৃহ নির্মাণের পর দ্বিতীয় পর্যায়ের ৫৩ হাজার ০৩ শত ৪০ টি গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে । ২০ জুন ২০২১ তারিখ ঘর গুলাে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন দূস্থ মানুষদের মধ্যে বিতরণ করবেন । দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে । ভূমিহীন ও গৃহহীন এসকল পরিবারকে ঘরের সঙ্গে দুই শতক জমির মালিকানাও দেওয়া হবে।
শরীয়তপুর জেলায় দ্বিতীয় পর্যায়ে সকারি ভাবে ১২০০টি (শরীয়পুর সদর ১০০ টি, নড়িয়ায় ২৮০ টি, জাজিরায় ৩০০ টি , ডামুড্যায় ৮০ টি, ভেদরগঞ্জে ২৪০ টি ও গোসাইরহাটে ২০০ টি) ঘরের মধ্যে ২০ জুন ২২২টি ঘরের মালিকানা হস্তান্তর করা হবে ।
ইতোপূর্বে জেলায় প্রথম পর্যায় সারকারি ভাবে ৬৯৯ টি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও মাননীয় উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর ব্যক্তিগত উদ্যোগ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, বাক্তি উদ্যোগ এবং বাংলাদেশ এডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এসােসিয়েশন, শরীয়তপুরের উদ্যোগে মোট ৪৪ টি গৃহ নিমাণ করা হয়েছে । এর ফলে শরীয়তপুর জেলার মােট ১৯৪৩ টি পারিবার হবেন আত্নপ্রত্যয়ী।
শনিবার (১৯ জুন) বিকাল ৫ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসকের পক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা উপস্থিত ছিলেন।
আবেদা আফসারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগের মাধ্যমে শরীয়তপুর জেলার তালিকাভূক্ত সকল গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হবে যাতে শরীয়তপুরের একটি পরিবারও গৃহহীন না থাকে । গৃহ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে অবশ্যই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন সফল হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |