Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর গ্রাম পুলিশদের সাইকেল ও পোশাক বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুর গ্রাম পুলিশদের সাইকেল ও পোশাক বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুর ২০২০-২০২১ অর্থবছরে জেলার গ্রাম পুলিশদের(দফাদার ও মহল্লাদার) পোশাক ও অন্যান্য সরঞ্জামাদিসহ সাইকেল বিতরণ করা হয়।

জেলার ৫৯৮ জন গ্রাম পুলিশদের বিতরণের অংশ হিসেবে আজ ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলার ১০৬ গ্রাম পুলিশকে এ পোশাক ও অন্যান্য সরঞ্জামাদিসহ সাইকেল বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি এবং স্থানীয় সরকার শাখা)’র আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।