
শরীয়তপুর হেলিকাপ্টারে বিয়ে করে প্রশাসনকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে।
শরীয়তপুর সদর উপজেলায় করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে হেলিকাপ্টারযোগে বউ নিয়ে আসায় বরের চাচা আব্দুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই।
সোমবার ২৮জুন সকাল ১১টায় হেলিকাপ্টার যোগে বউ নিয়ে নতুন হাট ব্রিজে আসেন মাসুদ। নতুন বউ আর হেলিকাপ্টার দেখতে উৎসুক জনতা ভীড় জমালে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন সাগর আহমেদের বাড়িতে পৌছে যান। মাসুদের চাচা আব্দুস সালাম সরদারকে (৪৮) স্বাস্থ্যবিধি অমান্য করে হেলিকাপ্টারযোগে বউ আনা, পালকি, ব্যান্ড পার্টি দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় ৫০ হাজার টাকা অর্থদ দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ।
জানা যায়, শুক্রবার ২৫জুন শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুন হাটের মো. জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ মাসুদের(২৬) সাথে বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার(২৩) বিয়ে হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, হেলিকাপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৫৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।