Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের রুদ্রকর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

শরীয়তপুরের রুদ্রকর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন
শরীয়তপুরের রুদ্রকর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক শরীয়তপুর সদর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন শিকদার, সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মোতালেব ঢালী, ইসলামী ব্যাংক শরীয়তপুর সদর শাখার সেকেন্ড অফিসার মো. বাকি বিল্লাহ, সমাজ সেবক সেলিম ঢালী, ইউপি সদস্য টুটুল ঢালী, মাওলানা আব্দুল হামিদ মৌলবী প্রমূখ।

এ সময় এজেন্ট আল-আইয়ুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা মোস্তফা কামাল আইয়ুবীসহ গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি মো. মাহমুদ হাসান বলেন, ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। এ ব্যাংক ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষতা সাধনে সাড়া ফেলেছে বলে জানান তিনি। সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে।