
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ এর দ্বিতীয় দিনে শরীয়তপুর জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ২ প্রতিষ্ঠানকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গরবার ২৯ জুন দুপুর ১টায় জেলা সদরের পালং মধ্য বাজার ও উত্তর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর এর নেতৃত্বে বেশকিছু এলাকায় অভিযান পরিচালিত হয়। পালং মধ্য বাজারের প্রিয়া গিনি ঘরকে (স্বর্ণের দোকান) ১ হাজার টাকা ও উত্তর বাজারের রেড চিলি পেস্টিশপ ও মিনি চাইনিজ কে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর বলেন, জরিমানা করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং লকডাউন কার্যকর করতে আমাদের এ উদ্যোগ। এ সময় কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |