
করোনা দুর্যোগে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ১১ জুলাই রবিবার সকাল থেকেই মাঠে অবস্থান নিয়েছে ভেদরগঞ্জ থানা পুলিশ। এসময় ভেদরগঞ্জ থানা পুলিশ তদন্ত (এমারত হোসেন),ভেদরগঞ্জ থানা পুলিশ এস আই বিপ্লব বড়ুয়া, ভেদরগঞ্জে মা প্লাজার সামনে সকাল থেকে অবস্থান নেন। ভেদরগঞ্জ উপজেলার শহীদ মহিউদ্দিন সড়ক ও টেকের বাজার এলাকায় অভিযান চালিয়ে যানবাহন সরিয়ে দেন।
সে সময় পণ্য যেমন কাচামাল, ঔষধ ও খাবার হোটেল ব্যতিত সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ তদন্ত (এমারত হোসেন) বলেন,কেউ যদি জরুরি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই সীমিত সময়ের জন্য বের হবেন এবং সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আর ও বলেন,। দেশবাসীকে অনুরোধ করব সবাই ঘরে থাকবে। বিনা প্রয়োজনে বেরোবেন না। বের হলে মাস্ক পরবেন এবং মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সহয়তা করবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |