Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

করোনা মোকাবিলায় পালং মডেল থানা পুলিশের মাস্ক বিতরণ

করোনা মোকাবিলায় পালং মডেল থানা পুলিশের মাস্ক বিতরণ
করোনা মোকাবিলায় পালং মডেল থানা পুলিশের মাস্ক বিতরণ

শরীয়তপুরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। সোমবার (১২ জুলাই) দুপুরে থানা এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় এসআই রাজীব সিকদার, রফিকুল ইসলাম, এএসআই শাহ নেওয়াজ, স্বপ্না দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এর নির্দেশনায় ও পালং মডেল থানার উদ্যোগে এ মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

করোনার তৃতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওসি আক্তার হোসেন।