
নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৫ জুলাই বৃহস্পতিবার শরীয়তপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুর জেলা শাখার আয়োজনে সকাল ১০ টায় শরীয়তপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, এড. মাসুদুররহমান, বিএমএসএফ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ মোল্যা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সংগঠনের সদস্য শাহীন আলম, টিটুল মোল্যা, আমান আহমেদ সজিব, রুহুল আমিন, সাদ্দাম হোসেন, ওবায়দুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১টায় শরীয়তপুর আইনজীবী সমিতির ভবন চত্তরে ফলদবৃক্ষ গাগান শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ। এরপর শহরে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। সন্ধ্যা শহরের নূর হোটেল সংলগ্ন বিএমএসএফ’র জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী। বিশেষ অতিথি ছিলেন ডোমসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেন শিকদার। এসময় বিএমএসএফ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ মোল্যা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সংগঠনের সদস্য এড. মিজানুর রহমান, পান্না খান, শাহীন আলম, টিটুল মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |