
শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।
বোরবার ১৮ জুলাই দুপুরে শরীয়তপুর সদর উপজেলা চৌরঙ্গী মোড়ে সাংসদ ইকবাল হোসেন অপু এমপি’র ব্যক্তিগত কার্যালয়ে উক্ত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় ৩৩টি চেকেরর মাধ্যমে মোট ৭ লক্ষ ৯০ হাজার টাকা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩টি অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতি পরিবার ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কামারুজ্জামান উজ্জ্বল আকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল মোয়াজ্জেম হোসেন ঢালী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন ফকির, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাহাড় ও ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |