Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জ পৌরসভার ১ হাজার পরিবারে মাঝে চাল বিতরণ করলেন মেয়র আবুল বাশার চোকদার

ভেদরগঞ্জ পৌরসভার ১ হাজার পরিবারে মাঝে চাল বিতরণ করলেন মেয়র আবুল বাশার চোকদার

ভেদরগঞ্জ পৌরসভার ১ হাজার পরিবারের মাঝে করোনাকালে কর্মহীন হয়ে পড়া বিশ্ব মানবতার অগ্রদূত, মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১৮ জুলাই রবিবার পৌরসভাস্থ উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার। এ সময় পৌর সচিব প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ পৌরসভার হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন তালুকদার, হারুন অর রশীদ বেপারী, মাহাবুবুর রহমান সেলিম, শাহাদাৎ হোসেন রাড়ি, মোঃ শাকিল বেপারী, আব্দুল আজিজ বেপারী, বাবুল হাওলাদার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম। সংরক্ষিত কাউন্সিলর নারগিস আক্তার, জিন্নাত রেহানা সাধনা ও তানিয়া বেগম।

মেয়র মোঃ আবুল বাশার বলেন, দেশের করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আপনাদের কষ্টের কথা চিন্তা করে তার উপহার হিসেবে এ সহায়তা পাঠিয়েছেন। আপনারা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে খাদ্য সংকট হবে না। আর আপনি বা আপনার পরিবারের কর্মক্ষম মানুষটি না থাকলে সারা জীবন এর দায় বয়ে বেড়াতে হবে। তাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে ভাল থাকুন পরিবার সমাজ ও দেশকে ভাল রাখুন।