Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর কর্মহীন অসচ্ছল সাড়ে ৩ হাজার পরিবারকে জেলা পরিষদে খাদ্য সহায়তা

শরীয়তপুর কর্মহীন অসচ্ছল সাড়ে ৩ হাজার পরিবারকে জেলা পরিষদে খাদ্য সহায়তা
শরীয়তপুর কর্মহীন অসচ্ছল সাড়ে ৩ হাজার পরিবারকে জেলা পরিষদে খাদ্য সহায়তা

শরীয়তপুর জেলার কর্মহীন হওয়া অসচ্ছল ও করোনা দূর্যোগ মেকাবেলায় ৩ হাজার ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপিতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার।

জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ২০ জন সদস্যের মাধ্যমে নিজ নিজ এলাকার ৩ হাজার ৫’শ পরিবারকে ৩৫ লাখ টাকার খাদ্য সহায়তা প্রদান করেছেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন দৈনিক রুদ্রবার্তাকে জানান, ২০২১-২০২২ অর্থ বছরে জেলা পরিষদ থেকে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৩ হাজার ৫০০ পরিবারকে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি। জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের বিতরণের জন্য ৫০০ প্যাকেট ও ২০ জন সদস্যের প্রতি জনের জন্য ১৫০ প্যাকেট করে ৩ হাজার ৫০০ প্যাকেট খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে যা ইতি মধ্যে বিতরণ শুরু হয়েছে। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুকদেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন মিয়া সহ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলাদা আলাদা টিম বিতরণ কার্যক্রম পরিচালনার কাজে অংশ গ্রহণ করেছে।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন মিয়া দৈনিক রুদ্রবার্তাকে জানান, আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপিতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, প্যানেল চেয়ারম্যান এম.এ কাইয়ুব পাইক, সদস্য মোঃ কামরুজ্জামান উজ্জল, এ্যাড. রাশিদা মির্জা, এ্যাড. রওশন আরা, শাখাওয়াত হোসেন হাওলাদার, সহকারী প্রকৌশলী সুকদেব বিশ্বাস, হিসাবরক্ষন কর্মকর্তা জসিম মীর সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ সদস্যগণ তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে খাদ্য সামগ্রী সুষ্ঠু ভাবে বন্টন করেছেন বলে জানা গেছে।