শুক্রবার ভোর থেকেই লঞ্চ বন্ধ, ফেরিতে উঠবে না যাত্রীবাহী গাড়ি
ঈদের পর করোনাভাইরাস সংক্রমণ রোধে আবার কঠোর লডলউন শুরুর দিন শুক্রবার ভোর থেকেই সবধরনের নৌযান এবং ফেরিতে যাত্রী ও যাত্রীবাহীসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।
ফেরিতে শুধু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার হবে। ফেরিতে শুধু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার হবে।
তবে এর আগে রোজার ঈদে লকডাউনের সময় ফেরি বন্ধ রাখার ঘোষণা থাকলেও তা কার্যকর করা যায়নি। শিমুলিয়ায় মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিতেই সবাই গিয়ে গাদাগাদি করে উঠলে পরে তা চালু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়।