Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ‘কীর্তিনাশা’র বৃক্ষরোপণ ও ফুটবল টুর্নামেন্ট

শরীয়তপুরে ‘কীর্তিনাশা’র বৃক্ষরোপণ ও ফুটবল টুর্নামেন্ট
শরীয়তপুরে ‘কীর্তিনাশা’র বৃক্ষরোপণ ও ফুটবল টুর্নামেন্ট

মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কীর্তিনাশা’র উদ্যোগে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কীর্তিনাশা’র সাধারন সম্পাদক মনির হোসাইনের সঞ্চালনায় উক্ত কর্মসূচি উদ্বোধন করেন (ভার্চুয়ালি) শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। সভাপতিত্ব করেন (ভার্চুয়ালি) সাইফুল ইসলাম খান।

উদ্বোধনী বক্তব্যে পারভেজ রহমান জন এমন উদ্যোগে কীর্তিনাশা’র প্রশংসা করেন। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ফুটবল খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।