
করোনাভাইরাস্ প্রতিরোধে সারাদেশের মত শরীয়তপুর জেলায় শুরু হয়েছে কঠোরতম বিধি-নিষেধ; যা বাস্তবায়নে শুক্রবার সকাল থেকেই মাঠে রয়েছে পুলিশ, সেনা, বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।
মন্ত্রী পরিষদের নির্দেশনা মতে লকডাউন বাস্তবায়নে শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও পুলিশ সুপার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন।
শনিবার লকড্উানের দ্বিতীয় দিনে বন্ধ থাকা দোকানপাট খুলেনি। বন্ধ আছে সকল মার্কেট ও বিপণী-বিতান। কঠোরতম লকডাউন বাস্তবায়নে শরীয়তপুর জেলা শহর সহ ৬টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি ব্যাটেলিয়ন আনসার সদস্যরা। টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি।
শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই দৈনিক রুদ্রবার্তাকে বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন গোপনে দোকান-পাট খোলা রাখতে না পারে সেই বিষয়ে এবার জেলা প্রশাসন গুরুত্ব দিয়েছে। এছাড়াও অলিগলিতেও প্রশাসন টহল দিচ্ছে। যাতে করে কোনো দোকান-পাট খোলা না থাকে। জরুরি সেবা ব্যতিত কেউ বাইরে বের হতে না পারলে আমরা আশা করছি- করোনার এই মহামারী খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শহরের চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিনা কারণে আসা ব্যক্তিদের বাড়িতে ফেরত পাঠানো আর স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেওয়া হয় চেকপোস্ট থেকে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ মোবাইল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |