Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট

শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট

করোনা ভাইরাস রোধে চতুর্থ ধাপে কোরবানীর ঈদ পরবর্তী দুই সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছেন সরকার। এই কঠোর লকডাউন বাস্তবায়নে শরীয়তপুরে প্রতিদিনেই মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা প্রশাসক পারভেজ হাসানের নির্দেশে সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলা শহর সহ ৬টি উপজেলার বিভিন্ন সড়কে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমে কাজ করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সাথে রয়েছেন পুলিশ, সেনা সদস্য ও বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। লকডাউন অমান্য করে সড়কে বের হওয়ার কারণে যানবাহন ও সাধারণ জনগনকে জরিমানা করা হয়।

কঠোরতম লকডাউন বাস্তবায়নে শরীয়তপুর জেলা শহর সহ ৬টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি ব্যাটেলিয়ন আনসার সদস্যরা। টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, লকডাউন বাস্তবায়নে প্রতিদিনই আমরা মাঠে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগনকে সচেতন করা। জনগণকে সচেতন করতে পারলেই আমরা করোনা মহামারী থেকে রক্ষা পেতে পারবো। করোনা মহামারী থেকে রক্ষা পেতে সকলের সচেতনতা ও সহযোগিতা আমাদের প্রয়োজন। আশা করছি সকলে সহযোগীতা করবেন এবং সচেতন হবেন।