
জুম্মার আযান ও জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো শরীয়তপুর সদর উপজেলার নব নির্মিত মডেল মসজিদের। মুসল্লিরা নতুন মসজিদের প্রথম আজানের ধ্বনি শুনেই নামাজ পড়ার জন্য ভিড় জমান।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর দুপুরে শহরের সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজের সময় মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রায় ৮ শতাধিক মুসল্লি জুম্মার নামাজে নামাজ আদায় করেন।
এ সময় উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় করেন সদর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের উপদেষ্টা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, মডেল মসজিদ কমপ্লেক্সের সভাপতি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, মডেল মসজিদ কমপ্লেক্সের উপদেষ্টা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, সদর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন খান সহ প্রায় ৮ শতাধিক মুসল্লি।
ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা কামরুজ্জামান।
পেশ ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান বলেন, আজ ৮ শতাধিক মুসল্লীর অংশগ্রহণে প্রথম জুমার নামাজ আদায় হলো এই মসজিদে। এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ হবে এখানে।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণের ঘটনা বিশ্বে বিরল, যা বাংলাদেশে হলো। এর মধ্য দিয়ে ইসলামকে পুরোপুরি জানার ফলে ধর্মান্ধতা, উগ্রতা ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলেম-ওলামারা। জুম্মার নামাজ মডেল মসজিদে পড়ে ভালো লেগেছে মসজিদে আসা মুসল্লীদের। তবে মুসল্লীদের মনে একটি গুঞ্জন ও প্রশ্ন শোনা যায়, ইমাম ও খতিব কোন তরিকার?
শরীয়তপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি জানান, উপজেলা মডেল মসজিদটিতে প্রতিদিন ১২শ ও সদর উপজেলার সামনের মডেল মসজিদে ৮শ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা। রয়েছে নারী-পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা। লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। এছাড়াও রয়েছে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা।
সভাপতি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মুসল্লীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে এ মডেল মসজিদ তৈরী করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ মডেল মসজিদ উপহার দিয়েছেন। পরে উপস্থিত মুসল্লীদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া কামনা করেন কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
আবুল হাসেম তপাদার বলেন, সারা বাংলাদেশের ৫৬০টি মডেল মসজিদের অংশ হিসেবে আমরা সদর উপজেলায় একটি সুন্দর মডেল মসজিদ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা সম্ভব হয়েছে। এখানে নামাজ আদায় করার জন্য আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |