Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আওয়ামী লীগের মিছিলে হার্ট অ্যাটাকে মৃত্যু, পরিবারের পাশে ইকবাল হোসেন অপু এমপি

আওয়ামী লীগের মিছিলে হার্ট অ্যাটাকে মৃত্যু, পরিবারের পাশে ইকবাল হোসেন অপু এমপি
আওয়ামী লীগের মিছিলে হার্ট অ্যাটাকে মৃত্যু, পরিবারের পাশে ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি জনসভার মিছিল করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। নিহত কামাল হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার চিকন্দী ইউনিয়ন।

রোববার ১৯ সেপ্টেম্বর কামাল হোসেনের পরিবারকে সান্তনা এবং সমবেদনা জানিয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু তার পরিবারের পাশে থাকার কথা জানান।

সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, আমি এমপি নয়, শরীয়তপুর-১ আসনের সকল মানুষের সেবক। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জনগণের সকল সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। শরীয়তপুরবাসী বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে বিশ্বাস করে, ভালোবাসে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক শেখ হাসিনা। তাই সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিটা মানুষের সুখ দুঃখে পাশে থেকে সহযোগিতা করা আওয়ামী লীগের নেতাকর্মী দায়িত্ব বলে আমি মনে করি।

কামাল হোসেনের পরিবার ছাড়াও জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন জালাল জমাদ্দারের পিতা হাজী সামসুদ্দি জমাদ্দারের মৃত্যুর খবর শুনে তার পরিবারকে সান্তনা ও সমবেদনা জানান। এরপরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম আঃ রশিদ খানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন।