
শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন ২১ সেপ্টেম্বর মঙ্গলবার শরীয়তপুর পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে করোনাকালিন সুরক্ষা সামগ্রী বিতরণ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় পৌর মেয়র পারভেজ রহমান জন বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্তে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয় খুলে দিয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষার পরিবেশ উন্মুক্ত করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক ব্যবহারে নজর দিতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, সবাই মিলে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনার এই বিপর্যয় কাটিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো ও পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে ইনশাল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর সচিব মোঃ এনামুল হক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কেএম পলাশ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ঢালী সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |