Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 

শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 

জেলা শিক্ষা বিভাগ গণস্বাক্ষরতা অভিযান ও সোডেপের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার ২২ সেপ্টেম্বর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন, আমাদের দেশ বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা আমাদের দেশের শিক্ষাকে আধুনিক প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক শিক্ষা প্রর্বতনের জন্য কুদরতই হুদা শিক্ষা কমিশন গঠন করে ছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের চালিকা শক্তি।

পুলিশ সুপার বলেন, পৃথিবীর প্রায় ৭৭৫ মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষরজ্ঞানের অভাব রয়েছে। প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচ জনে একজন এখনও শিক্ষিত নন এবং এই জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশই নারী। বিশ্বের প্রায় ৬০.৭ মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত এবং আরও অনেকের শিক্ষায় অনিয়মিত বা শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই ঝরে পড়ে। সে দিক দেকে বাংলাদেশের অবস্থা অনেক উন্নত। আর এ উন্নয়নের পিছনে কাজ করেছে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি চিন্তা ও চেতনা। জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে জাতিয়করণ করে ছিলেন। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তিতে সকল প্রাথমিক শিক্ষাকে জাতিয়করণের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শতভাগ বেতন সরকারি করনের পাশাপশি প্রতি উপজেলায় একটি কলেজ একটি বালক উচ্চ বিদ্যালয় ও একটি করে বালিকা বিদ্যালয়কে জাতিয়করন করেছেন।

জেলা শিক্ষা অফিসার মোঃ এমারত হোসেন-এর সভাপতিতেত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। বেসরকারি উন্নয়ন সংগঠন সোডেপ-এর নির্বাহী পরিচালক শামীম খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার রেজিষ্ট্রেশন অফিসার মোঃ উজ্জল মুন্সী, শরীয়তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি সমীর কুন্ডু, সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ানসহ প্রমূখ।