Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
বুধবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু নির্দেশনায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে এ মিছিল বের করেন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেয় প্রায় দেড় হাজার নেতাকর্মী। মিছিলটি চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বিধায় করোনাকালীন সময়েও দেশের উন্নয়নকে ধারাবাহিকভাবে অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে তার নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করেন আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।