Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মাদককে লাল কার্ড, নৈতিক-মানবিক মূল্যবোধে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ

শরীয়তপুরে মাদককে লাল কার্ড, নৈতিক-মানবিক মূল্যবোধে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ
শরীয়তপুরে মাদককে লাল কার্ড, নৈতিক-মানবিক মূল্যবোধে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ

শরীয়তপুর সদর উপজেলার পালং উচ্চ বিদ্যালয়ে সোমবার ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের লক্ষে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হালিম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কার্যকরী সদস্য নাঈম নকিব ও শাহেদ হোসেন।

পরে শিক্ষার্থীদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।