
বাংলাবাজার থেকে ১টি ও শিমুলিয়া থেকে ১টি মোট দুটি ফেরি সোমবার ৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। পরীক্ষামূলক ফেরি চলাচলে কোনো ধরণের সমস্যা পাওয়া না গেলে, মঙ্গলবার ০৫ অক্টোবর থেকে পুরোদমে ফেরি চলাচলের সম্ভাবনা আছে। বিআইডব্লিউটিসি’র পরিচালক আশিকুজ্জামান ফেরি চলাচলের বিষয়টি দৈনিক রুদ্রবার্তকে নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি’র পরিচালক আশিকুজ্জামান বলেন, সোমবার ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে একটি ফেরি ঘাট ছেড়ে গেছে।
নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক ওবায়দুল করিম খান দৈনিক রুদ্রবার্তকে জানান, গত বুধবার ও বৃহস্পতিবার শিবচরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নদীপথে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএসের একটি বিশেষজ্ঞ দল সার্ভে করেছে। এ সময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। এই নৌপথে পদ্মা নদীতে প্রতি ঘণ্টায় পানির সর্বনিম্ন স্রোতের গতি আছে ২ দশমিক ৫৯ নটিক্যাল মাইল এবং সর্বোচ্চ গতি আছে ৩ দশমিক ৯৬ নটিক্যাল মাইল। স্রোতের গতি ২ দশমিক ৫০ নটিক্যাল মাইল হলেই ফেরি চলতে পারে।
তিনি আরও জানান, শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার আসার সময় ফেরি পদ্মা সেতুর ১৩, ১৪ ও ১৫ নং পিলারের ভেতর দিয়ে চলবে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ১৯, ২০ ও ২১ নং পিলারের ভেতর দিয়ে চলবে।
উল্লেখ্য, এ বছর বর্ষা মৌসুমে পদ্মায় পানি ও স্রোত বৃদ্ধি পেলে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচলের সময় জুলাই-আগস্ট মাসে সেতুর পিলারে কয়েক দফা ধাক্কা লাগে। এরপর নদীতে স্রোতের তীব্রতা বাড়লে ১৮ আগস্ট থেকে এই নৌপথে ফেরি চালানো বন্ধ রাখা হয়।
জরুরী সেবার জন্য এ্যাম্বুলেন্স, ছোট গাড়ি, সরকারি দপ্তরের জরুরী গাড়ি পারাপারে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে ২৫ আগস্ট নতুন একটি ফেরিঘাট স্থাপন করা হয় এবং নারায়ণগঞ্জ থেকে একটি পন্টুন আনা হয়। কিন্তু নাব্যতা সংকটে ওই ঘাটটি চালু করা যায়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |