
মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ১৯০৬ জন জেলের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর বুধবার দুপুর ১টায় উত্তর তারাবুনিয়ায় ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের জেলের মাঝে ২০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান পল্লী সঞ্চয় ব্যাংক ভেদরগঞ্জ শরীয়তপুর, উত্তর তারাবুনিয়ায় ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান সিপন বেপারী ,এ ছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ সরদার, মনির হোসেন ও উত্তর তারাবুনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ সরকার, ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্যরা।
এ সময় চেয়ারম্যান ইউনুছ সরকার তার বক্তব্যে বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা এবং বিক্রি করা যাবে না।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |