
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় ভেদরগঞ্জেও ঘর পাচ্ছেন ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া হচ্ছে এই ঘর। ঘর তৈরির ডিজাইনে পরিবর্তন এনে ঘরপ্রতি ২০ হাজার টাকার বাজেট বাড়িয়ে ১ লক্ষ ৯১ হাজার টাকা করা হয়েছে বলে জানা গেছে।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীনদের দ্বিতীয় ধাপের নির্মিত ঘর পরিদর্শন করেন, জেলা প্রশাসক পারভেজ হাসান।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর বিকেলে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের ঘরসমূহ পরিদর্শনকালে জেলা প্রশাসক পারভেজ হাসান উপকারভোগীদের মতামত গ্রহণ, ঘরের সিমেন্ট-বালির অনুপাত ঠিক রাখা, নির্মাণাধীন ঘর নিয়মিত তত্ত্বাবধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করায় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলাপ্রশাসক সেখানে বৃক্ষরোপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল-নাসীফ, চরকুমারীয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য সুধীজন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |