Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদরে ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযুদ্ধা পাচ্ছেন সরকারি ঘর

শরীয়তপুর সদরে ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযুদ্ধা পাচ্ছেন সরকারি ঘর
(ছবি : সংগৃহীত)

শরীয়তপুর সদর উপজেলায় যে সকল বীর মুক্তিযুদ্ধাগন অসচ্ছল ও অন্যের ঘরে বাস করছেন, বাড়িতে ঘর নাই, বিধবা স্ত্রী ও বাড়িতে ঘর নাই এমন ১২ জন বীরমুক্তিযোদ্ধাকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ অক্টোবর দুপুর ২ টায় সদর উপজেলার সম্মেলন কক্ষে অস্বচ্ছল বীর মুক্তিযুদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের লটারি করা হয়। এতে অংশ গ্রহণ করেন ১১৯ জন ঠিকাদার প্রতিষ্ঠান।

সদর উপজেলা নির্বাহী অফিসার মনোদীপ ঘরাই ও উপজেলা প্রকৌশলী ও ম্যাজিষ্ট্রেট এর সামনে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। লটারিতে মেসার্স সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজের আবু আলেম মোল্লা সে প্রথম হয়ে ১২টি ঘরের কাজ পেয়েছেন।
একাজে এক-একটি ঘরের জন্য ব্যায় ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬ শ’ ১৮ টাকা। মনোরম সুন্দর এই ঘরে রয়েছে, বেড রুম, মাস্টার বেড রুম, লিভিং রুম, ডাইনিং, কিচেন, টয়লেট।