Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

এক বছরের মধ্যে ডোমসারকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি মিজান খাঁন

এক বছরের মধ্যে ডোমসারকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি মিজান খাঁন
এক বছরের মধ্যে ডোমসারকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি মিজান খাঁন

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নকে আগামী এক বছরের মধ্যে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নৌকার মাঝি মিজান মোহাম্মদ খান। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টার সময় ডোমসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর কোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী কর্মীসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মিজান মোহাম্মদ খান বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা। যারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভালোবাসেন তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী এক বছরের মধ্যে আমি এই ডোমসার ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমার উপরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, পালং জাজিরার মাটি ও মানুষের নেতা জননেতা ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন তপাদারের ছায়া রয়েছে। এ কারণে ডোমসার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমার কোন সমস্যা হবে না।

৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তফাদার শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর, ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মিলু, ডোমসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন সিকদার প্রমুখ।
সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থী খান মোহাম্মদ মিজানকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমসার ইউনিয়নে চেয়ারম্যান পদে ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ মিজানকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।