Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে কর্মজীবী মা ও শিশুর স্বস্তির ঠিকানা “যতন” 

শরীয়তপুরে কর্মজীবী মা ও শিশুর স্বস্তির ঠিকানা “যতন” 
শরীয়তপুরে কর্মজীবী মা ও শিশুর স্বস্তির ঠিকানা “যতন” 

কর্মজীবী মা ও তার শিশুর স্বস্তির ঠিকানা “যতন” একটি “শাণিত শরীয়তপুর” উদ্যোগ।শরীয়তপুর জেলা প্রশাসকের ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় জেলার সব কর্মজীবী মায়েদের জন্য মা-ও-শিশু কেন্দ্র “যতন” নির্মাণ করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান মঙ্গলবার ২৬ অক্টোবর  “যতন” এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শিশুকে “যতন” এ যত্নে রাখতে দৃঢ় অঙ্গীকার করেন। শরীয়তপুর জেলায় কর্মরত সকল কর্মজীবী মা (সরকারি/ বেসরকারি/এনজিও ইত্যাদি) কর্মকালীন সময়ে তাঁর শিশুকে “যতন” এ রাখতে পারবেন।