Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের মাহমুদপুরে দুই মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুরের মাহমুদপুরে দুই মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মাহমুদপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আতাউর রহমান ও ৯নং ওয়ার্ডের মেম্বার ঝর্ণা আক্তার। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে দুই মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৬ অক্টোবর এ ঘোষণা দিয়েছেন সদর উপজেলা রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান এবং ৯নং ওয়ার্ডের মেম্বার ঝর্ণা আক্তার।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান জানান, তাঁদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।

সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান বলেন, আমি আতাউর রহমান। আমার পিতার নাম মোতালেব মুন্সি। আমার একটাই স্বপ্ন আমি আমার ওয়ার্ড দক্ষিণ মাহমুদপুর এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ সকল উন্নয়ন সম্পন্ন করবো। ৯নং ওয়ার্ডের ঝর্ণা আক্তার বলেন, আমার স্বামী হলেন-এমদাদ ফকির। আমার একটাই অঙ্গীকার আমার ওয়ার্ডকে আমি একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সব ধরনের অনিয়ম বন্ধ করবো এবং সার্বিক উন্নয়ন করতে আপ্রান চেষ্টা করে যাব। এরপর তিনি তার ওয়ার্ডবাসী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।