Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সখিপুর যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সখিপুর যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সখিপুর যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝমকালো আয়োজনে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের  উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
সখিপুর থানার ৯ টি ইউনিয়ন যুবলীগের প্রায় ৪ হাজার নেতার কর্মীর অংশগ্রহণে বর্ন্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সখিপুর থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে সখিপুর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম পাইক,সখিপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি কোহিনূর সুলতানা দোলা, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী,সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলি আকবর পাইক,সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন সিকদার, সখিপুর থানা যুবলীগ সভাপতি আব্দুল খালেক খালাশী,সখিপুর থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ, মাইনউদ্দি বেপারী,সাইফুল ইসলাম সরকার, সোহেল বালা
সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ প্রমুখ।